নিজস্ব সংবাদদাতা: নওশাদ সিদ্দিকীর সভা নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে আর্জি রাজ্যের। রাজ্যের বক্তব্য, পাঁচটি কর্মসূচী একই দিনে রয়েছে। ফলে এই সভার অনুমতি দেওয়া কীভাবে সম্ভব তা নিয়ে আদালতে প্রশ্ন রাজ্যের। তাদের যুক্তি, এত কর্মসূচী একসঙ্গে থাকায় পুলিশের পরিচালনায় সমস্যা হবে। এ নিয়ে মামলা দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টে যায় রাজ্য। অনুমতি দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আজ শুক্রবারই এই আবেদনের শুনানি রয়েছে।