আরজি কর মামলাঃ চাই ন্যায়বিচার-না পেলে মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ! আর কী বললেন লকেট?

পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ ধর্ষণ-হত্যা মামলা নিয়ে বড় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।

author-image
Aniruddha Chakraborty
New Update
locket-chatterjee-pti_625x300_03_July_19-ezgif.com-webp-to-jpg-converter (1).jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ ধর্ষণ-হত্যা মামলা নিয়ে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেছেন, "গোটা দেশ এবং পশ্চিমবঙ্গ ন্যায়বিচার চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ন্যায়বিচার দিতে না পারেন, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত। তিনি তার সরকারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিলেন। আমরা হয় ন্যায়বিচার চাই, নয়তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। সুপ্রিম কোর্ট স্পষ্ট দেখিয়ে দিয়েছে, পুলিশের প্রতি তাদের আস্থা নেই। পুলিশের উচিত সমস্ত প্রমাণ সিবিআইকে দেওয়া, কিন্তু তারা করছে উল্টোটা।" 

l;,

kln