রাজ্য সরকারি কর্মীদের জন্য ভালো খবর! একলাফে বাড়ল বেতন আর ভাতা! কবে থেকে পাবেন?

বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

author-image
Anusmita Bhattacharya
New Update
da money.jpg

নিজস্ব সংবাদদাতা: বহুদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা চাইছেন রাজ্য সরকারি কর্মীরা। আন্দোলনও জারি রয়েছে। সুপ্রিম কোর্টে মামলা জারি। এর মাঝেই খুশির খবর এল যে বেড়ে যেতে পারে বেতন ও ভাতা। 

Mamata Banerjee Claver Smile.jpg

স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয় রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দফতরের সুপারভাইজারদের বেতন ও ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে। টিয়ে এ নিয়ে মাসিক ১০০০ টাকা ভাতা দেওয়া হবে। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে কার্যকর করা হবে এই নিয়ম। স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দফতরের অধীনে চুক্তিভিত্তিক সুপারভাইজারদের মাসিক ১১০০ টাকা করে বৃদ্ধি করা হবে বলে জানা গিয়েছে। ৫ বছর বা তার বেশি সময় ধরে যারা কাজে নিযুক্ত তাদের বার্ষিক বেতন ৬০০ টাকা বৃদ্ধি পেয়ে ১৭ হাজার হল। ১০ বছর কাজ করে থাকলে বার্ষিক ৭০০ টাকা বেড়ে ২১ হাজার টাকা হল। ১৫ বছর ধরে কাজ করলে ৮০০ টাকা করে বেড়ে ২৬০০০ টাকা হয়েছে।

Adddd