কেন শিশুদের জন্য বরাদ্দ বেডে ভর্তি করা হল, 'কালীঘাটের কাকু'কে নিয়ে চাপে SSKM

এসএসকেএমে কোন কোন প্রভাবশালী হাই প্রোফাইল অভিযুক্ত ভর্তি রয়েছেন, এই বিষয়ে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। তাঁদের সমস্ত মেডিক্যাল রিপোর্ট দেওয়ার নির্দেশ এসএসকেএম হাসাপাতালে

author-image
Tamalika Chakraborty
New Update
breakinganm

 নিজস্ব সংবাদদাতা: কোন কোন প্রভাবশালী হাই প্রোফাইল অভিযুক্ত এসএসকেএমে ভর্তি রয়েছেন? রাজ্যকে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের।  পাশাপাশি বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ  নির্দেশ দিয়েছে,  এসএসকেএমকে সমস্ত প্রভাবশালী অভিযুক্তদের স্বাস্থ্য রিপোর্ট জমা দিতে হবে। এসএসকেএমকে জানাতে হবে, এই অভিযুক্তদের  কতদিন হাসপাতালে রাখতে হবে। প্রসঙ্গত, এসএসকেএমে শিশুদের জন্য বরাদ্দ বেডে কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্রকে ভর্তি করা হয়। এই অভিযোগে মামলা দায়ের হয়। কেন সুজয় কৃষ্ণ ভদ্রকে শিশুদের বেডে ভর্তি করা হল, তাও কলকাতা হাইকোর্ট এসএসকেএমের কাছে জানতে চায়।