নিজস্ব সংবাদদাতা: আরজি করে রক্ত মাখা গ্লাভসের পরে এবার এসএসকেএম-এ কাঁচি কেলেঙ্কারির অভিযোগ। জানা গিয়েছে এসএসকেএমে প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভেঙে গেল মরচে ধরা কাঁচি। সেই কাঁচির ছবি দিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। রাজ্য়ের সব থেকে বড় হাসপাতালে উঠছে রোগী সুরক্ষা নিয়ে প্রশ্ন।
অন্যদিকে, আরজি করে রক্ত মাখা গ্লাভস পাওয়া যায় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। কীভাবে ব্যবহার করা গ্লাভস ট্রমা কেয়ার সেন্টারে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরপরেই হাসপাতাল জুড়ে চিকিৎসকদের ক্ষোভ জমা হতে শুরু করে। আরজি করের ঘটনায় সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে তদন্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। সেই সময় চিকিৎসকরা অভিযোগ করা হয়েছে, ‘‘এমন গ্লাভস পরে রোগীদের চিকিৎসা করা সম্ভব নয়। কারণ এতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি মারাত্মক।’’ট্রমা বিল্ডিংয়ে চলা জরুরি বিভাগে এক জন রোগী আসেন। তাঁর রক্ত নেওয়ার জন্য ইন্টার্ন দেবারুণ সরকার প্যাকেট থেকে গ্লাভস বার করেন। তাঁর অভিযোগ, প্যাকেট থেকে গ্লাভস বের করে তাতে রক্তের মতো ছোপ দেখতে পান।