নিজস্ব সংবাদদাতা: সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে অবশেষে ইডির চিঠির উত্তর দিল এসএসকেএম। যা জানা যাচ্ছে, হাসপাতালের তরফে জানানো হয়েছে, এর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে। সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরাই, জানানো হয়েছে এসএসকেএমের তরফে।
এক্ষেত্রে, রোগীর শারীরিক অবস্থাকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে ইডি-কে জানানো হয়েছে। ইডি-র দাবি, এটা হাসপাতাল কর্তৃপক্ষের এড়িয়ে যাওয়ার প্রবণতা। এসএসকেএম কর্তৃপক্ষ সহযোগিতা না করলে, আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনা ইডির।