নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে কটাক্ষ করেছিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। আর এবার তার কটাক্ষের জবাব দিতে গিয়েই বড় প্রশ্ন তুলে দিলেন চাকরিহারা শিক্ষকরা। এই বিষয়ে এক চাকরিহারা শিক্ষক বলেন, ''যখন এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে গেল, তখন তাদের কাছে আর আন্দোলন করা ছাড়া আর কোনও উপায় থাকতে পারেনা। এখানে আলোচনার কোনও জায়গা নেই।''
/anm-bengali/media/media_files/2025/04/09/lIjamqNFz9SrnTJYu4hp.jpeg)
এরপর তিনি বলেন, ''যখন হাই কোর্ট আমাদের চাকরি বাতিল করেছিল, তখন থেকেই ওনাদের কাছে যথেষ্ট সময় ছিল, যোগ্য-অযোগ্য আলাদা করার। তখন ওনারা কি করছিলেন ? আর এখন আলোচনার কথা বলছেন ? আমি জানি না যারা এখনও আলোচনা করতে যাচ্ছেন, তারা ঠিক কি ভেবে আলোচনা করতে যাচ্ছেন। তবে এখন আর আলোচনার কোনও জায়গা নেই।''