নিজস্ব সংবাদদাতা: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং দ্রুত শেষ করতে প্রতিদিন গড়ে ৫০০-এরও বেশি মেধা তালিকায় থাকা প্রার্থীদের এবার ডাকতে চলেছে এসএসসি। আগামী ৬ নভেম্বর থেকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করে দিতে চায় এসএসসি। তার বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে আজ এমনটাই জানা গেছে। প্রাথমিকভাবে মেধাতালিকায় থাকা প্রার্থীদের ‘Call Letter’ না দিলেও কোন কোন বিষয়ের উপর কাউন্সিলিং কবে কবে হবে, তা বিস্তারিত জানিয়ে দিতে পারে এবার স্কুল সার্ভিস কমিশন।
কাউন্সিলিং শেষ করতে ডিসেম্বরে প্রথম সপ্তাহ পেরিয়ে যাবে বলেই অনুমান করছে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা। তবে মেধা তালিকায় জায়গা পাওয়া চাকরিপ্রার্থীরা যাতে কলকাতায় চলে আসতে পারে তার জন্যই বিষয়ভিত্তিক কাউন্সিলিংয়ের দিন আজই জানিয়ে দেবে এসএসসি।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)