নিজস্ব সংবাদদাতা: দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে SSC ২০১৬ সালের প্যানেল বাতিল করেছে হাইকোর্ট। যার জেরে চাকরি হারান প্রায় ২৫ হাজার ৭৫৩ জন। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএসসি, রাজ্য, মধ্যশিক্ষা পর্ষদ মামলা দায়ের করেছে। এই পরিস্থিতির মধ্যে ২০২০ সালের SSC প্যানেলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই বছরের এক চাকরি প্রার্থী আদালতে মামলা করেছেন। যার ফলে ফের কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।