স্কুলে জয়েন করা যাবে না! বিজ্ঞপ্তি জারি করল SSC

নতুন বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। চাকরিহারাদের জন্য একটি নতুন ঘোষণা করা হয়েছে।

New Update
শূন্যপদ পূরণের জন্য বড় পদক্ষেপ SSC-র

নিজস্ব সংবাদদাতা: অবিলম্বে চাকরিতে যোগ দেওয়ার দাবি জানাচ্ছিল SSC-র চাকরিহারারা। এবার নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন। পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত স্কুলে জয়েন করা যাবে না, জানানো হলো চাকরিহারাদের (Job Seekers)। আগে সুপারিশপত্র বাতিল সংক্রান্ত একটি নোটিশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সুপারিশপত্র বাতিল সংক্রান্ত আদেশ বাতিল করলো কমিশন। নবম-দশমের শিক্ষক-শিক্ষিকা, গ্রুপ সি-ডি পদে শিক্ষাকর্মী মিলিয়ে মোট সাড়ে পাঁচ হাজারের বেশি কর্মরতের চাকরি বাতিলের রায় দেয় কলকাতা হাইকোর্ট। ১২ এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে কলকাতা হাইকোর্টের (High Court) রায় আপাতত কার্যকর করা হবে না।