নিজস্ব সংবাদদাতা: আজ সাতটি মঞ্চের ডাকে মহা মিছিল চাকরিপ্রার্থীদের। বছরের পর বছর সময় বেরিয়ে যাচ্ছে, লোকসভা নির্বাচনও চলে এল, কিন্তু চাকরি পেলেন না তারা। আর সেই দাবিতেই উষ্ণ দুপুরে ঝাঁঝালো প্রতিবাদ দিয়ে ধর্মতলার উত্তাপ বাড়ালো চাকরিপ্রার্থীরা। আন্দোলনে সামিল হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চও।
এছাড়াও আন্দোলনে যোগ দিয়েছেন ৭টি সংগঠন। যার মধ্যে রয়েছে - রাজ্যের গ্রুপ ডি ২০১৭, ২০০৯, দক্ষিণ ২৪ পরগনার প্রাইমারি মঞ্চ, এনএসকিউএফ শিক্ষক পরিবার, যুব ছাত্র অধিকার মঞ্চ, নবম দশম যুব ছাত্র অধিকার মঞ্চরিক শিক্ষা, কর্মশিক্ষা মাদ্রাসা পাস প্রার্থী মঞ্চ, ২০১৪ প্রাইমারি টেট একতা মঞ্চের চাকরিপ্রার্থীরা। এদিন মহা মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে শেষ হয় ধর্মতলায়।
কিন্তু ধর্মতলায় আসতেই পুলিশের বাধার মুখে পড়ে চাকরিপ্রার্থীরা। পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। তাঁদেরকে চ্যাংদোলা করে পুলিশের ভ্যানে তুলে দেওয়া হয়। মূলত, নিয়োগ দুর্নীতিতে দুষ্কৃতীদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে ছিল আজকের এই মিছিল। আর সেই মিছিল ঘিরেই রণক্ষেত্র ধর্মতলা চত্বর।