পঞ্চমীতেই বন্ধ! শ্রীভূমির 'ডিজনিল্যান্ড' নিয়ে হতাশ আম জনতা

শ্রীভূমিতে এবারে থিম ছিল ডিজনিল্যান্ড। দুর্ভাগ্যবশত পঞ্চমী থেকে যে পরিমাণ ভিড় হওয়ার কথা তার থেকে আস্তে আস্তে কমছে ভিড়। কারণ বন্ধ করে দেওয়া হল এই পুজোর একটি বিশেষ আকর্ষণ।

author-image
Anusmita Bhattacharya
New Update
sreebhumi

নিজস্ব সংবাদদাতা: মহালয়ার পরদিন থেকে মানুষের ঢল নেমেছিল কলকাতায় মণ্ডপে মণ্ডপে। পঞ্চমী তিথিতে জনজোয়ার। লেকটাউন থেকে নিউ আলিপুর যেখানেই যান রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। উল্টোডাঙা, বিধাননগরে তিল ধারণের জায়গা নেই। সবাই যাচ্ছে ডেস্টিনেশন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো দেখতে। কিন্তু আজ, বৃহস্পতিবার পঞ্চমীর সন্ধ্যাতেই বন্ধ করে দেওয়া হল শ্রীভূমির ‘ডিজনিল্যান্ডে’র লাইট শো। এখন হতাশ দর্শনার্থীরা। কচিকাঁচাদেরও মন খারাপ। যেহেতু এই দুর্গাপুজোর কাছেই দমদম বিমানবন্দর রয়েছে তাই সেখানে সমস্যা হচ্ছে বলে অভিযোগ এসেছে। এই ডিজনিল্যান্ডের লাইটে সমস্যা দেখা দেওয়ায় বন্ধ করে দিতে হল সেই বিশেষ শো।

hiring.jpg