দুর্গাপুজো ২০২৪- এর থিম ঘোষণা করল শ্রীভূমি! থাকছে চমক

বুর্জ খলিফা, ডিজনিল্যান্ডের পর এবার কোন চমক?

author-image
Anusmita Bhattacharya
New Update
durga-2

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রথযাত্রা মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায়। জগন্নাথদেবের মাসির বাড়ি যাত্রার মধ্যে দিয়ে দেবীর মর্তে আগমনের বার্তা চলে আসে। এবারের পুজোর বাকি আর মাত্র ১০০ দিন। বিভিন্ন বারোয়ারি পুজোগুলি ইতিমধ্যেই নিজেদের থিম নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

রথযাত্রায় দুর্গাপুজোর থিম ঘোষণা শ্রীভূমির, বিশেষ চমক মণ্ডপ সজ্জায়!

প্রতিবার কলকাতার পুজোর অন্যতম আকর্ষণ থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তাদের এই বছরের পুজোর সারপ্রাইজের দিয়ে দিল। এই বছরের আকর্ষণ দেশের সবথেকে দামী মন্দির যা হল দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দির। রথযাত্রার দিন ক্লাবের খুঁটি পুজোর উৎসবের মাঝে এই ঘোষণা হয়েছে। সৌগত রায়, নব নিযুক্ত বিধায়িকা সায়ন্তিকা, বিধান নগরের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী সহ দক্ষিণ দমদম এবং বিধাননগর পৌর অধিকাংশ পৌর প্রতিনিধিরা, অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক প্রমুখ ছিলেন উপস্থিত। সুজিত বসুর এবারের পুজোর মণ্ডপের কারুকার্যে থাকবে একটা চমক। গত কয়েক বছর ধরেই থিমপুজোর প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখছে এই পুজো। 

Adddd