কালীপুজোতেই চার জোড়া স্পেশাল ট্রেন! বিশেষ উপহার পূর্ব রেলের

কালীপুজো উপলক্ষ্যে অতিরিক্ত চার জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের।

author-image
Tamalika Chakraborty
New Update
train ajkkl.jpg


নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর পালা মিটতেই কালী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজোর মতো কালীপুজোতেও ঠাকুর দেখতে হবে। এই সময় কলকাতার পাশাপাশি শহরতলীতে ঠাকুর দেখার বিশাল লাইন পড়ে।  দর্শনার্থীদের কথা চিন্তা করে  পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর, ২০২৪ আটজোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। 

রেল সূত্রের খবর, দর্শনার্থীদের সুযোগ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এই ট্রেনগুলো গন্তব্যে যাওয়ার সময় সব স্টেশনেই দাঁড়াবে।  ফলে যাত্রীদের বিশেষ সুবিধা হবে। বিশে, ট্রেনগুলোর মধ্যে রয়েছে, শিয়ালদহ-ডানকুনি -শিয়ালদহ ইএমইউ স্পেশাল। ৩১ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১ নভেম্বর রাত ১২টা ১৫ মিনিটে ডানকুনি পৌঁছবে এই ট্রেন। এর ঠিক ১০ মিনিট পর, আবার ডানকুনি থেকে রাত ১২টা ২৫ মিনিটে ছেড়ে রাত ১টা ০৫ মিনিটে শিয়ালদহে ফিরবে। দুর্গাপুজোর সময়ও বিশেষ ট্রেন ও অতিরিক্ত মেট্রো চালানো হয়েছিল দর্শনার্থীদের কথা মাথায় রেখে।  কালীপুজোর আগেই বাংলায় সাইক্লোন ডানার প্রভাব দেখতে পাওয়া যায়। তবে কালীপুজোতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।