'পূজা দর্শন'! বিশেষ আয়োজন কলকাতা পুলিশের

চতুর্থীতে কলকাতা পুলিশের অভিন উদ্যোগ। পুজো পরিক্রমা করা হল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও প্রণামের সদস্যদের নিয়ে।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaaaa


নিজস্ব সংবাদদাতা : পুজো শুরু বাঙালির। মণ্ডপে মণ্ডপে প্রতিমা চলে এসেছে। আর প্যান্ডেল হপিংও শুরু হয়ে গিয়েছে। তবে, সবার কী আর ঠাকুর দেখার পরিস্থিতি থাকে? বছর বছর উমা মর্ত্যে এলেও প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে মা দুর্গার মুখ অনেকেরই দর্শন করা হয়ে ওঠে না, নানা প্রতিবন্ধকতার কারণে। এবার সেই প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে বিভিন্ন বয়সের প্রায় ২০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং ‘প্রণাম’-এর ৪২০ জন প্রবীণ সদস্যকে নিয়ে পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। চতুর্থীতে এই পুজো পরিক্রমার শুভ সূচনা করেন  নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল।
আনন্দ দ্বিগুণ হয় ভাগ করে নিলে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে পুজো পরিক্রমায় অংশ নেওয়া শিশুদের মধ্যে ছিল সেরেব্রাল পলসি ও অটিজম আক্রান্ত শিশুরাও। বয়স্ক ও কচিরাচাদের নিয়ে বাসে করে পুজো পরিক্রমা করেন পুলিশ আধিকারিকরা। 

 

hiring.jpg