মানসিকভাবে অসুস্থ মুকুল রায়! খারিজ বিধায়ক পদ?

মুকুল রায় কি মানসিকভাবে অসুস্থ? কৃষ্ণনগর উত্তরের বিধায়কের দিল্লিযাত্রার পর থেকেই এই বিষয় নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। পুত্র শুভ্রাংশু রায় দাবি করেন, তাঁর বাবা মানসিকভাবে সুস্থ নন।

author-image
Anusmita Bhattacharya
New Update
mukulroy

মুকুল রায়

নিজস্ব সংবাদদাতা: মুকুল রায় (Mukul Roy) কি মানসিকভাবে অসুস্থ? কৃষ্ণনগর উত্তরের বিধায়কের (MLA) দিল্লিযাত্রার পর থেকেই এই বিষয় নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। মুকুলের দিল্লিযাত্রার মাঝেই পুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Roy) দাবি করেন, তাঁর বাবা মানসিকভাবে সুস্থ নন। সোমবার মুকুল দাবি করেছেন, তাঁকে তাঁর পরিবারই মানসিক ভারসাম্যহীন বানাতে চায়। এদিকে নিয়ম বলছে, ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তি বিধায়ক পদে থাকতে পারেন না। সে ক্ষেত্রে কী হবে মুকুলের? স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বলছেন যে এ বিষয়ে অভিযোগ পেলেই তিনি ব্যবস্থা নেবেন। তৃণমূল এবং বিজেপিও (BJP) সেই ব্যবস্থা নিতে চাইছে। মস্তিষ্কবিকৃতির অভিযোগ আসলে মেডিক্যাল বোর্ডের কাছে পাঠাতে হবে। সেই বোর্ড রিপোর্ট দিলে বিধায়ক পদ খারিজের জন্য যা যা পদক্ষেপের নিয়ম রয়েছে তা নেওয়া হবে।