নিজস্ব সংবাদদাতা: রবিবারের দাদাগিরির এপিসোডেপারিয়া ছবির প্রচারে এসেছিলেন তথাগত মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সম্পূর্ণা লাহিড়ি, পূজা বন্দ্যোপাধ্যায়রা। খেলার ফাঁকেই রাজনীতি নিয়ে সৌরভকে গুগলি ভরা প্রশ্ন করে বসলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘আমার দুটো প্রশ্ন আছে। ধরো তুমি মন্ত্রী হলে…’ থামিয়ে দিয়ে সৌরভ বলে ওঠেন, ‘হবো না কেনওদিন’। পাল্টা নায়ক বলেন, ‘ধরো কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব তোমায় ডাকল। কিন্তু তোমার যাওয়ার ইচ্ছে নেই। তাহলে?’ এই প্রশ্নে সটান জবাবে দাদা বললেন, ‘আমি পারলে যাই। রাজনৈতির প্ল্যাটফর্ম না হলেই যাই। রাজনৈতিক ব্যক্তিত্ব ডাকলে সমস্যা কোথায়? আমি আর তুমি এক মঞ্চ শেয়ার করছি। আমি অভিনেতা হয়ে যাইনি, তুমি খেলোয়ার হয়ে যাওনি। রাজনীতির মঞ্চেও তেমনটাই থাকে। রাজনীতিবিদ থাকে, আমি খেলোয়ার হিসেবেই থাকি। পলিটিশিয়ান খেলোয়ার হয় না, আমিও পলিটিশিয়ান হই না। জানি না তা সত্ত্বেও সবাই কেন এত লাফালাফি করে কোথাও গেলে।’