শুধু একটা ভুল হয়েছে! স্বপ্নদীপের মৃত্যুতে গ্রেফতারির আগে বিস্ফোরক সৌরভ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে প্রবেশ করা স্বপ্নদীপ কুণ্ডু আর ফিরে আসবে না। কিন্তু তার মৃত্যুতে কারা দায়ী তা নিয়ে উত্তাল গোটা রাজ্য। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2023-08-12 at 2.32.23 PM

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ তিনি করেননি। শাস্তিও হবে না। আত্মবিশ্বাসী ছিলেন যাদবপুরের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনায় ধৃত প্রথম অভিযুক্ত এবং প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী। শুক্রবার রাতে গ্রেফতারির আগে মা প্রণতি চৌধুরীকে ফোন করে আবার তিনিই জানিয়েছিলেন যে তাঁর ভুল একটাই, মৃত স্বপ্নদীপের বাবাকে বলেছিলেন যে তাঁর ছেলের খেয়াল রাখবেন।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সৌরভের বাড়িতে তিনি গ্রেফতার হতেই খবর পৌঁছে যায়। ছেলের গ্রেফতারির খবর পেয়ে ভেঙে পড়েছেন বাবা নিরূপ চৌধুরী। কাঁদছেন মা প্রণতি চৌধুরী। পুরো পরিবার দাবি করছে যে সৌরভ নির্দোষ এবং তাঁকে ফাঁসানো হচ্ছে। মা দাবি করেন যে ছেলে ফোন করে এও বলে যে সে কোনও Ragging করেনি। এদিকে হস্টেলে যে ‘গেস্ট’ হিসাবে থাকা যায়, সেটা স্বপ্নদীপ এবং তাঁর বাবা রামপ্রসাদ কুণ্ডু জানতে পারেন সৌরভের কথাতেই। গত ৩ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে চায়ের দোকানে স্বপ্নদীপের বাবার সঙ্গে সৌরভের আলাপ হয়।