নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ দেড় মাস ধরে ২০২৪ লোকসভা নির্বাচনের ভোটযুদ্ধ চলল। আগামী ৪ জুন তার ফলাফল। তার আগে অন্তিম দফার ভোটগ্রহণের পর প্রকাশ্যে একাধিক বুথ ফেরত সমীক্ষা। বেশিরভাগ সমীক্ষাতেই দাবি, ফের একবার সরকার গড়তে চলেছে বিজেপি। দাবি, বাংলায় উঠবে গেরুয়া ঝড়।
এদিকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ করলেন বড় অভিযোগ। কর্মী, সমর্থক এবং এজেন্টদের দেওয়া হল তাঁর বিশেষ পরামর্শ। রবিবার রাতে ফেসবুকে লাইভ দাবি করেন, তৃণমূল টাকা দিয়ে BJP-র এজেন্টদের কেনার চেষ্টায় রয়েছে। লোকসভা পিছু ২ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেও দাবি তাঁর। বলেন, এক-একটা লোকসভা কেন্দ্রে কম করে ১৪৪ জন করে এজেন্ট রাখা হবে। কেউ ১ লাখ কিংবা ৫০,০০০ টাকায় বিক্রি হলে 'খুব ক্ষতি' হবে বলে সাবধান করে দিলেন এই নেতা। তৃণমূলের প্রত্যেকটা নেতার দিকে নজর রাখবেন তিনি। সোজাসুজি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে সৌমিত্র বলেন যে তিনি পদ্ম শিবিরের কর্মীদের কিনতে দৌড়লেও, কর্মীরা বিক্রি হন না।