নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতিতে এবার নতুন মোড়। সিবিআই ও ইডির তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য আদালতে রাজসাক্ষী হলেন। শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে তার বয়ান রেকর্ড করা হয়, যেখানে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর।
কল্যাণময় ভট্টাচার্য বর্তমানে আমেরিকায় থাকেন এবং টেক্সটাইল ব্যবসার সঙ্গে যুক্ত। ইডির চার্জশিট অনুযায়ী, পিংলায় পার্থর প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে থাকা ইন্টারন্যাশনাল স্কুলে ১৫ কোটি টাকা নগদ বিনিয়োগ করা হয়েছিল। কল্যাণময় ছিলেন ওই স্কুলের অন্যতম ডিরেক্টর, যা তাকে নিয়োগ দুর্নীতির মামলায় জড়িয়ে ফেলে।
/anm-bengali/media/media_files/CImikMqMexhVFngnzKic.jpg)
সূত্রের খবর, স্কুলটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করতেন কল্যাণময়ের মামারা। পার্থ চট্টোপাধ্যায়ও সেখানে নিয়মিত যেতেন এবং স্কুলের অভ্যন্তরে বিলাসবহুল কটেজে একাধিকবার রাত কাটিয়েছিলেন।
ইডি সূত্রের দাবি, কল্যাণময় নিজেকে রাজসাক্ষী ঘোষণা করেছেন এবং তার বিরুদ্ধে থাকা দুর্নীতির সমস্ত অভিযোগ থেকে মুক্তির আবেদন জানিয়েছেন। তবে এই বিষয়ে পার্থ-কন্যা সোহিনীর কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এই ঘটনার পর নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের আইনি লড়াই আরও কঠিন হয়ে উঠলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।