নিজস্ব সংবাদদাতা:বছরের শেষ লগ্নে হবে সোমবতী অমাবস্যা। ২০২৪ সালের শেষ সোমবতী অমাবস্যা জ্যোতিষমতে বেশ তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালের শেষ সোমবতী অমাবস্যা পালিত হবে ৩০ ডিসেম্বর। এর ফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে।
বৃষ: জাতক জাতিকাদের জন্য শুভ হতে পারে। ব্যবসা ও কর্মজীবনে সাফল্য আসবে।
কন্যা: এই জাতক জাতিকাদের জন্য সোমবতী অমাবস্যার পরের সময়টি দারুণ হবে। নতুন বছরে বিয়ের হতে পারে। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ ও আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। ভেঙে যাওয়া প্রেমে মাধুর্য থাকবে।