নিজস্ব সংবাদদাতা: এবার ট্যুইট করে বাম ও তৃণমূলের যোগসাজস সামনে আনার দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিজ্ঞপ্তি সামনে এনে লাইন ধরে ধরে তৃণমূল ও বামের যোগ রয়েছে বলে দাবি করেছেন। সঙ্গে তিনি ট্যুইট করে বলেছেন, "SMELLS LIKE 'FISH FRY POLITICS'. সনাতানি ভোট বিভক্ত করার জন্য এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচনে টিএমসি পার্টিকে ১২ টি সংসদীয় আসনে বিজয়ী হতে সাহায্য করার জন্য এবং ইচ্ছাকৃতভাবে ভুল নির্দেশ করে আরজি কর মামলায় স্বতঃস্ফূর্ত জন আন্দোলনকে লাইনচ্যুত করে বিশ্বব্যাংক সরকারকে ক্লাস্ট্রোফোবিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য , মমতা বন্দ্যোপাধ্যায় ডক্টর আবদুস সাত্তারকে নিয়োগ দিয়ে তার গুরুত্বপূর্ণ ইন্ডি মিত্রে ভূষিত করেছেন; বামফ্রন্ট সরকারের প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন, কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী তার নতুন প্রধান উপদেষ্টা। TMC - Trinamool Marxists Combo." শুভেন্দু অধিকারীর এই ট্যুইট ঘিরে চরম শোরগোল শুরু হয়েছে।