নিজস্ব সংবাদদাতা : বিধানসভার বাইরে এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে সংঘাত পুলিশের। অধিবেশন শুরুর দিনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তাদের। সময়ের সাথে সাথে বিক্ষোভকারীদের উত্তেজনার পারদ চড়তে থাকে। টেনে হিঁচড়ে , চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তুলছে তাদের। গ্রেপ্তার করা হচ্ছে তাদের। বিধানসভার বাইরে রাস্তায় শুয়ে পরেছেন তারা। শুধুই প্রতিশ্রুতি। মেলেনি চাকরি। অভিযোগ বিক্ষোভকারীদের। পুলিশের সংখ্যা বেশি , বিক্ষোভকারীদের সংখ্যা কম। আজ থেকে শুরু হয়েছে বাজেট। আর আজই আন্দোলনকারীদের চুলের মুঠি ধরে সরানো হচ্ছে জায়গা থেকে বলে অভিযোগ। "আমরা কেউ রাস্তায় পরে থাকতে চাইনা। এর সমাধান চাই।"