নিজস্ব সংবাদদাতা: শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষে সন্তুষ্ট এসএলএসটি চাকরিপ্রার্থীরা। বেরিয়ে এসে চাকরিপ্রার্থীরা বলেন যে সবাই আশ্বাস পেয়েছেন শিক্ষামন্ত্রীর কাছ থেকে। আইনি জট কাটানোর নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২২ ডিসেম্বর আবারও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করা হবে। এদিন বিকাশ ভবনে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করলেন এসএলএসটির চাকরিপ্রার্থীরা। তাঁরা বলেন, 'জানতে চাইলাম আমাদের নিয়োগ দেওয়ার বাধাটা কোথায়? আজ আলোচনায় দেখলাম বিভিন্ন দফতরের মধ্যে একটা মিসকমিউনিকেশন ছিল। ঠিকভাবে আইনি জটিলতা কাটানোর চেষ্টা ফলপ্রসূ হয়নি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আইনি জটিলতা কাটিয়ে দ্রুততার সঙ্গে নিয়োগ দিতে হবে'। পাশাপাশি বলেন, 'এই প্রক্রিয়া দ্রুততার সঙ্গে চালানোর সদিচ্ছা আমরা দেখেছি। আমরা জানতে চেয়েছিলাম কতদিনের মধ্যে আমরা নিয়োগ পাব? আগামী ১০ দিনের মধ্যেই কী হল তা জানানো হবে। ২২ তারিখ এখানেই আমাদের বৈঠক হবে'।