'সিবিআই কী হল ? মেরদণ্ড ভেঙে গেল !' সিজিও কমপ্লেক্সের সামনে উঠল স্লোগান

সিজিও কমপ্লেক্সের সামনে উঠল স্লোগান।

author-image
Tamalika Chakraborty
New Update
junior doctors michil


নিজস্ব সংবাদদাতা: সিবিআইয়ের চার্জশিটে একদিকে যেমন অসন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তেমনি নাগরিক সমাজের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। করুণাময়ী থেকে দশমীর দিন নাগরিক সমাজের একটা মিছিল সিজিও কমপ্লেক্সে যায়। সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের হাতে তাঁদের স্মারকলিপি দেওয়ার কথা ছিল। সেখানে তাঁরা সিবিআইয়ের চার্জশিটে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু, CBI দফতরের মুখে ব্যারিকেড করে মিছিল রুখে দেয় পুলিশ।  এরপরেই নাগরিক সমাজ সেখানেই অবস্থান করে বিক্ষোভ দেখাতে থাকেন। 
সেখানেই নাগরিক সমাজ স্লোগান দিতে থাকেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে নাগরিক সমাজ। তাঁরা স্লোগান তোলেন, 'সিবিআই কী হল ? মেরদণ্ড ভেঙে গেল !' 'আর কতদিন সময় চায়, জবাব চাই সিবিআই !' 'কলকাতা পুলিশের তদন্তকে সিলমোহর কেন সিবিআই জবাব দাও। 

অন্যদিকে, রাজ্যের  ও দেশের প্রায় ২৪৭ জন বিজ্ঞানী জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। সেখানে তাঁরা শুধু স্বাস্থ্যখাতের দুর্নীতি নয়, সমাজের একাধিক ক্ষেত্রে দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন। অন্যদিকে, একাধিক  অনশনরত জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আলোক বর্মা নামে এক জুনিয়র চিকিৎসক অনশন করছেন। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।