নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টে কেস উঠতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় কলকাতা পুলিশকে। গ্রেফতার হওয়া সকলের জামিন করে দেন। নিরঞ্জনের আবহেও দেখা যাচ্ছে প্রতিবাদের ছবি। দশমীতে বাবুঘাটে একের পর এক প্রতিমা আসতে শুরু করেছে। নিরঞ্জনের শোভাযাত্রা থেকে উঠছে জাস্টিস ফর আরজি কর স্লোগান। সিঁদুর খেলা শেষ করে বাবুঘাটে এসেছিলেন মহিলারা। ঠাকুর জলে ফেলার পরেই উঠল স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। এমনকী হাতে বিসর্জনের ঘট নিয়েও তাঁদের স্লোগান তুলতে দেখা যায়। পাশাপাশি তাঁরা হাত জড়ো করে জুনিয়র চিকিৎসকদের কাছে অনশন তুলে নেওয়ার জন্য আবেদন করতে থাকেন।
বাবুঘাটে প্রতিমা নিরঞ্জনে আসা এক মহিলা বলেন, এক মহিলা বলেন, আপনাদের কাছে অনুরোধ এবার অনশন তুলে নিন। এই নির্মম সরকার কিছু করবে না। ডাক্তারবাবুরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অনশন তুলে নিন। দয়া করে প্রাণের বাজি রাখবেন না। এদিন কৃষ্ণনগর রাজবাড়ির সিঁদুর খেলায় প্রতীকী ছবি হাতে এক নাবালিকাকে সঙ্গে নিয়ে জাস্টিস চাইলেন রানিমা অমৃতা রায়। দিলেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান।
অন্যদিকে, আমরণ অনশনে ফের অসুস্থ হয়ে পড়লেন এক জুনিয়র চিকিৎসক। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অলোক কুমার বর্মা রবিবার থেকে অনশন করছিলেন। করেছে। জানা গিয়েছে, শরীরে কটোনবডির পরিমাণ ব্যাপকহারে বেড়ে গিয়েছে। পাশাপাশি শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়ছে। প্রভাব পড়তে শুরু করেছে কিডনিতে এবং লিভারে। হৃদস্পন্দন ও রক্তচাপ অনিয়মিত হয়ে পড়েছে। উত্তরবঙ্গে আলোক বর্মাকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ওই জুনিয়র চিকিৎসককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর জন্য আগে থেকে সিসিইউ তৈরি করে রাখা হয়েছিল। প্রসঙ্গত, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দুজন অনশন করছিলেন। আরও একজন অনশন নিজের অনশন অব্যাহত রয়েছে।