নিজস্ব সংবাদদাতা: সাইক্লোন মোচার (Cyclone Mocha) বিরূপ প্রভাব বাংলায় (West Bengal)। রবিবার মোচার ল্যান্ডফল। কলকাতায় কাল পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা। ঘূর্ণিঝড়ের জেরে সম্পূর্ণ উল্টো প্রভাব দেখা যাচ্ছে বাংলায়। ঝড়-বৃষ্টি দুর অস্ত, দক্ষিণবঙ্গ জুড়ে সৃষ্টি হয়েছে লু- এর (Loo) পরিস্থিতি। বেলা বাড়ার সাথে সাথে দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলায় বইতে থাকবে লু। এমনকি উত্তরবঙ্গের (North Bengal) তিন জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।