CYCLONE মোচার প্রভাব! বাংলায় এবার বইবে 'লু'

মোচার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় বাংলা। রাজ্যবাসী অনুমান করেছিল সাইক্লোন এলে হয়তো আবহাওয়া পরিবর্তিত হতে পারে। কিন্তু কোথায় পরিবর্তন? বরং এবার এলো আরো খারাপ খবর।

author-image
Anusmita Bhattacharya
New Update
summer

নিজস্ব সংবাদদাতা: সাইক্লোন মোচার (Cyclone Mocha) বিরূপ প্রভাব বাংলায় (West Bengal)। রবিবার মোচার ল্যান্ডফল। কলকাতায় কাল পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা। ঘূর্ণিঝড়ের জেরে সম্পূর্ণ উল্টো প্রভাব দেখা যাচ্ছে বাংলায়। ঝড়-বৃষ্টি দুর অস্ত, দক্ষিণবঙ্গ জুড়ে সৃষ্টি হয়েছে লু- এর (Loo) পরিস্থিতি। বেলা বাড়ার সাথে সাথে দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলায় বইতে থাকবে লু। এমনকি উত্তরবঙ্গের (North Bengal) তিন জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।