নিজস্ব সংবাদদাতা: জমের দুয়ারে না, এবার কাঁটা পড়ুক ধর্ষকদের দুয়ারে। এমনই বার্তা দিয়ে দিল বাম নেতৃত্ব। আগামীকাল ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। বাংলার ভাইদের মঙ্গল কামনায় দিদিরা এবং বোনেরা তাদের কপালে চন্দন দই সহ নানান রকম উপকরণ দিয়ে ফোঁটা দেন। সেই সঙ্গে ভাই এবং দাদাদের মিষ্টিমুখ করান ও তাদের ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গল প্রার্থনা করেন ঈশ্বরের কাছে।
পুরান অনুযায়ী যম এবং যমুনা এই ভাইফোঁটার প্রচলন করেছিলেন। আবার শ্রীকৃষ্ণ দারোকাসুরকে বধ করে মথুরাতে ফিরলে সুভদ্রা তার কপালে চন্দনের ফোঁটা দিয়ে দেন। এভাবেই শুরু হয়ে যায় ভাই ফোঁটার প্রচলন। যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। কালী পূজার দুই দিন পর পালিত হয় ভাই ফোঁটা। তবে এখন পরিস্থিতি বদলে গিয়েছে দিকে দিকে। নির্যাতিতা হচ্ছেন নারীরা। নারীদের নিরাপত্তার কথা ভেবে এসএফআই এবং ডি আই এফ আই ও AIDWA পক্ষ থেকে আয়োজন করা হয় বোন ফোঁটার।
ভাইফোঁটা নয় বরং বোনেদের মঙ্গল কামনায় এবং তাদের সুরক্ষার্থে ভাইয়েরা দিলেন ফোঁটা। গড়িয়া শীতলা মন্দির মোড়ে বোন ফোঁটার আয়োজন করা হয়েছে। এদিন ‘বোনের কপালে দিলাম ফোঁটা ধর্ষকদের দুয়ারে পরলো কাঁটা’ এই মন্ত্র উচ্চারণ করে বোনেদের নিরাপত্তার দায়িত্ব নেন ভাইয়েরা।
উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য সহ অন্যান্য সিপিআইএম নেতারা! এদিন প্রায় কয়েকশো মহিলা এবং নাবালিকাদের কপালে বোন ফোঁটা দেন তারা। চন্দনের ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করেন ভাইয়েরা। ক্যামেরার মুখোমুখি হয়ে যুবনেতা সৃজন জানান, বাংলায় মেয়েরা অত্যাচারিত হচ্ছে। তৃণমূল সরকারের আমলে মেয়েদের উপর ঘটে চলেছে সহিংস আক্রমণ। তাই তাদের সুরক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়ে এই বিশেষ উদ্যোগ এবং কর্মসূচি।