গরিব ফুচকাওয়ার স্টলে লাথি! পরিস্থিতি বেগতিক দেখে একী করল সিংহী পার্ক

গরিব ফুচকাওয়ালার স্টলে লাথি মারার ঘটনায় ক্ষমা চাইল সিংহী পার্ক।

author-image
Tamalika Chakraborty
New Update
singhi park

নিজস্ব সংবাদদতা: আরজি কর কাণ্ডে প্রতিবাদে সরব হয়েছিল বাংলা। সেই প্রতিবাদের মধ্যেই পুজো এসেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফিরতে। উৎসবে ফিরতে বলেছিলেন অনেক বিশিষ্টজন। তাঁরা বলেছিলেন, এই পুজোর সময় অতিরিক্ত কিছু আয়ের আশা দেখেন গরিব মানুষরা।  মানুষ উৎসবে ফিরছেন। মণ্ডপে মণ্ডপে সেই ভিড় প্রমাণ করে দেয়। প্রতিবাদের আগুন নেভেনি। এরমধ্যেই সিংহী পার্কে পুজো বয়কটের ডাক উঠল। চতুর্থীর রাতে সিংহী ক্লাব কর্তৃপক্ষ এক গরিব ফুচকাওলার স্টল লাথি মেরে ফেলে দেন। তারপরেও চলে শাসানি। ভিডিও ভাইরাল হতেই ফের ছিঃ ছিঃ কার উঠতে থাকে সিংহী পার্কের বিরুদ্ধে। ওঠে সিংহী পার্ক পুজো বয়কটের ডাক। 

সোশ্যাল মিডিয়ায় ঘটনার প্রতিবাদ জানান, অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা সায়ক চক্রবর্তী, অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়রা। সাধারণ মানুষ ক্ষেপে ওঠেন। পরিস্থিতি বেগতিক দেখে ড্যামেজ কন্ট্রোলে নামে ক্লাব কর্তৃপক্ষ।  ক্লাব কর্তৃপক্ষের তরফে ঘটনায় ক্ষমা চাওয়া হয়। জানানো হয়, ওই গরিব ফুচকাওলাকে নাকি ক্ষতিপূরণ দেওয়া হয়। পাশাপাশি আরও বলা হয় অভিযুক্ত ক্লাবকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সিংহী পার্কের তরফে সোশ্যাল মিডিয়ার লেখা হয়, ‘গতকাল রাত্রে (সোমবার) আমাদের পূজা মণ্ডপের কাছে একটি অনঅভিপ্রেত ঘটনা ঘটে যা আমাদের পুজো কমিটি কখনই সমর্থন করে না। উপরোক্ত ঘটনায় যে ব্যক্তি দায়ী ছিলেন তার বিরুদ্ধে আমাদের পুজো কমিটি যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকেও (ফুচকাওয়ালা) যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস রাখি আমাদের তরফ থেকে ভবিষ্যতে এই ধরণের কোনও ঘটনার পুনরাবৃত্তি হবে না’।