নিজস্ব সংবাদদাতাঃ করদাতারা আমাদের অংশীদার। বাজেট হল দেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিয়ে। যুবকদের জন্য প্রচুর প্রকল্প রয়েছে এবং আমরা ৪.৯ শতাংশ আর্থিক ঘাটতি করার চেষ্টা করছি। রাজস্ব সেসব জিনিসগুলিকে তুলে ধরার চেষ্টা করছে এবং সরকার কর সহজ করার চেষ্টা করছে।
কেন্দ্রীয় রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা কলকাতায় বাণিজ্য ও শিল্প নিয়ে আলোচনার সময় এই বিষয় গুলো নিয়ে বক্তব্য রাখেন। সরকারি নীতি ব্যাখ্যা করে মালহোত্রা বলেন, মূলধনী লাভের করকে আরও সহজ, ন্যায্য এবং ন্যায়সঙ্গত করা হয়েছে। কেন্দ্রীয় রাজস্ব সচিব ট্রেড বডি এবং অ্যাডভোকেটদের দ্বারা উত্থাপিত উদ্বেগের কয়েকটি ক্ষেত্র স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে সমস্যাগুলি সমাধান করা হবে।
চিফ কমিশনার জিএসটি শ্রাবণ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ কমিশনার কাস্টমার এমএম সিং, প্রিন্সিপাল চিফ কমিশনার ইনকাম ট্যাক্স, কে এন দীক্ষিত এবং ইনকাম ট্যাক্সের ডিরেক্টর ইনভেস্টিগেশন প্রবীণ কুমার।