নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির তথ্য নিয়ে সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারী। সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার পর প্যান্ডোরার বাক্স খুলে গিয়েছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট (নন মেডিকেল) আখতার আলি দীর্ঘদিন এ নিয়ে লড়াই করছেন। তিনি যে নথিগুলো পেয়েছিলেন দুর্নীতির জন্য সেগুলো তুলে ধরা হবে।
বৃহস্পতি সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে তাঁর পাশে বসে ছিলেন, তরুণ বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। এদিন শুভেন্দু অধিকারী বলেন, আরজি করের দুর্নীতি নিয়ে মোট তিনটে FIR হয়। আখতার আলির পাশাপাশি কৌস্তভ বাগচীও একটি FIR করেন। অন্যদিকে মেডিক্যাল কলেজে ভর্তি নিয়েও লেদার কমপ্লেক্স থানায় দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, কোভিডের সময় স্বাস্থ্য দফতরে ব্যাপক দুর্নীতি হয়েছে। শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীর ছেলের ডাক্তারিতে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। এই বিষয়ে প্রতিক্রিয়া দেন কুণাল ঘোষ। তিনি বলেন, সাংবাদিক সম্মেলনে করে এধরনের মন্তব্য করে বাজার গরম করছেন কেন, তথ্যগুলো সিবিআইয়ের হাতে তুলে দিন।