নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ৩ ডিসেম্বর ছিল ২০২৩ এর বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষনার দিন। মোট ৫ টি রাজ্য, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় নির্বাচন হয়েছিল। ৫ রাজ্যের মধ্যে ৩টি রাজ্য অর্থাৎ রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে জয় পেয়েছে বিজেপি। এই জয়ের উচ্ছ্বাসে বাংলায় আনন্দে মাতোয়ারা বঙ্গ বিজেপির নেতা, মন্ত্রী এবং কর্মী সমর্থকরা। যার ফলে আজকে বিধানসভার বাইরে বিজেপি নিজেদের জয়ের জন্য লাড্ডু বিলি করেছে। ঢাক ঢোল বাজিয়ে চলেছে উচ্ছ্বাস।
বিধান সভার বাইরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূলকে কটাক্ষ করে 'চোর চোর' শ্লোগান দিতে থাকেন। তিনি তৃণমূলের ৩টি মডেলের কথা বলেন। ৩ মডেল মানে হলেন বিনয় মিশ্র, কালিঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র এবং কুন্তল ঘোষ।