আদালতে স্বস্তি এবার শুভেন্দু অধিকারীর ভাইয়ের!

আদালতে স্বস্তি সৌমেন্দু অধিকারীর। পঞ্চায়েত নির্বাচনের আবহে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত।

author-image
Pallabi Sanyal
New Update
1234

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন যে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। মিথ্যা মামলা করছে তৃণমূল সরকার। তার ভাই বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীরও একই অভিযোগ। তবে, তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলে স্পষ্টতই জানিয়ে দিল হাইকোর্ট। 

পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন মামলায় জড়ানোর আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু। তাকে  ১৫ জুলাই পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের আগে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এমনকি কোনও কড়া পদক্ষেপ করতে হলে ১৫ দিন আগে সৌমেন্দুকে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির তরফে বেশ কিছু এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে সৌমেন্দু অধিকারীকে। আগাম মামলার আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মিললো রক্ষাকবচও।