নিজস্ব সংবাদদাতা: ধর্মতলায় বিজেপির সমাবেশে প্রশাসন অনুমতি না দিলেও প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও পরে ডিভিশান বেঞ্চ অনুমতি দিয়েছে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তীব্র প্রতিক্রিয়া দেখান বিরোধী দলনেতা।
শুক্রবার শুভেন্দু অধিকারী টুইটারে বলেন, 'রাজ্যে ন্যায়বিচার রয়েছে। পিসি ও ভাইপোর নির্দেশে গণতন্ত্রকে স্তব্ধ করার জন্য মমতা পুলিশ সব ধরনের চেষ্টা করেছিল। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সেই চেষ্টায় জল ঢেলে দিয়েছেন। মমতা পুলিশ যেভাবে কাজ করছিল তার কারণে মাননীয় প্রধান বিচারপতি ২১ জুলাই তৃণমূলের সমাবেশ নিষিদ্ধ করার চিন্তা করেছিলেন।'
টুইটারে শুভেন্দু অধিকারী লেখেন, 'মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি-এর পৃষ্ঠপোষকতায় ভারতীয় জনতা পার্টির মেগা সমাবেশ ২৯ শে নভেম্বর একই জায়গায় অনুষ্ঠিত হবে। যে জায়গাটিকে তৃণমূল কংগ্রেস তাদের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করেছে। কলকাতার মাননীয় হাইকোর্টের নির্দেশ অনুসারে ধর্মতলাতে উক্ত দিনে বিজেপির সভা অনুষ্ঠিত হবে। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ধর্মতলা চলো।'