নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের সর্বত্র চলছে হকার উচ্ছেদ অভিযান। রাজপথে নেমেছে বুলডোজার। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে হাজার হাজার ঝুপড়ি দোকান। চোখে জল হকারদের। যা নিয়ে বিগত কয়েকদিন ধরে চাপানউতোর চলছে বঙ্গ রাজনীতির আঙিনায়। এবার ফুঁসে উঠল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এদিন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হকারদের জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি। যেভাবে লালবাজারের পুলিশরা কাজ করছেন, যেভাবে অন্যায়ভাবে পুলিশের প্রিজন ভ্যানে তুলে নিয়ে আসার ছবি সামনে এসেছে, সেটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। এটা মানবতা বিরোধী কাজ। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২৯টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ। পুরসভা এলাকায় হারের তীব্র যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি।"