সিবিআইয়ের আগাম সতর্কতা, জিজ্ঞাসাবাদের আগে শেখ শাহজাহানের মেডিক্য়াল পরীক্ষা

সিবিআই শেখ শাহজাহানকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার আগে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। সেখান থেকেই নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
shahjahanseikh

নিজস্ব সংবাদদাতা : সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। সিবিআই শেখ শাহজাহানকে নিজাম প্যালাসে নিয়ে যাওয়ার আগে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। সেখানেই শেখ শাহজাহানের মেডিক্যাল পরীক্ষা হবে। তারপরেই সিবিআই তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাবে। শুরু হবে জিজ্ঞাসাবাদ।

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg