নিজস্ব সংবাদদাতা : সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। সিবিআই শেখ শাহজাহানকে নিজাম প্যালাসে নিয়ে যাওয়ার আগে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। সেখানেই শেখ শাহজাহানের মেডিক্যাল পরীক্ষা হবে। তারপরেই সিবিআই তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাবে। শুরু হবে জিজ্ঞাসাবাদ।