নিজস্ব সংবাদদাতা: শেখ শাহজাহান গ্রেফতার হতেই হন্তদন্ত হয়ে হাইকোর্টে দৌড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে দ্বারস্থ হয়েছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে, সিট গঠন সংক্রান্ত যে মামলার শুনানি হওয়ার কথা ছিল আগামী ৬ মার্চ, তাতে অনেকটা সময় পেরিয়ে যাবে। এক্ষেত্রে তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কা থাকছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। যেমনটা গতকালের শুনানিতেও ইডি দাবি করেছিল যে, রাজ্য পুলিশ শাহজাহানকে সহজ ধারার মামলায় যুক্ত করবে। যাতে সহজে শাহজাহান জামিন পেয়ে যায়, তার ব্যবস্থা করবে। আর এদিনও সেই দাবির ওপরই জোর দিল ইডি।