Breaking : শিয়ালদা স্টেশনে নৈহাটি লোকালে আগুন!

শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে বৈদ্যুতিক প্যান্টোগ্রাফে আগুন লেগে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : আজ, বুধবার ভোর ৪টা ১০ মিনিট নাগাদ শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকা আপ নৈহাটি লোকালে আগুন লেগে যাওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। পূর্ব রেল সূত্রে জানা গেছে, প্রথম কামরার উপরের বৈদ্যুতিক প্যান্টোগ্রাফ ও ওভারহেড তার স্পর্শ করতেই আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এর ফলে গোটা স্টেশনজুড়ে হইচই পড়ে যায় এবং বেশ কিছু যাত্রী আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করেন। তবে, সেসময় ট্রেনটি দাঁড়িয়ে ছিল এবং কামরায় কোনো যাত্রী না থাকায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়।

publive-image

রেলকর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, বিকল্প ট্রেন আসার পর ৪টা ১৯ মিনিটে প্রথম নৈহাটি লোকাল গন্তব্যে রওনা দেয়।

এটি ছিল দ্বিতীয় দুর্ঘটনা, কারণ এর আগেই, মঙ্গলবার কোচবিহারে বামনহাট স্টেশনে ট্রেনের সঙ্গে জোড়ার সময় সজোরে ধাক্কা মারে ইঞ্জিন, যার ফলে শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রীরা আহত হন এবং ট্রেনের কামরাও ক্ষতিগ্রস্ত হয়।

Train

এই পরপর দুটি দুর্ঘটনা রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে, বিশেষ করে যাত্রীদের নিরাপত্তা ও ট্রেনের রক্ষণাবেক্ষণের বিষয়টি নিয়ে।