নিজস্ব সংবাদদাতা: সিপিএম নেতা শতরূপ ঘোষের পুজোর শপিং- এর ছবি ভাইরাল হয়েছিল। তাতে কটাক্ষ চলছে শাসকদলের তরফে। এবার তৃণমূল নেতা কুণাল ঘোষকেই পাল্টা কটাক্ষ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।
শতরূপ ঘোষ লেখেন, আজ আমার ভাইঝিকে নিয়ে জামা কিনতে গেছিলাম। এখন দেখি চোর্কুনালের পোর্টাল দূর থেকে ছবি তুলে এটা পোস্ট করেছে। প্রসঙ্গত বলি, আমি বা আমার দল কোনোদিন কাউকে বারণ করিনি উৎসবে শামিল হতে। বলেছি, মানুষ তো উৎসব করবেই। কিন্তু শাসক উৎসবকে প্রতিবাদের বিকল্প প্যাকেজ হিসেবে উপস্থিত করতে চাইছে কেন? ধর্ষণের প্রতিবাদ হলে চোর্কুনাল আর ওর নেত্রীর কেন চুলকুনি হয়? মানুষ উৎসবে ফিরলে কি চোর্কুনাল আর ওর দলের লোকেরা ধর্ষণে ফিরতে পারবে? সেক্ষেত্রে কারা উৎসবে ফিরবে সেপ্রসঙ্গ গৌণ। জরুরি হল, চোর্কুনাল জেলে ফিরুক।
.. আর একটা কথা। জামাটা সৎ পথে আয় করা টাকায় কিনেছি। শুনেছি একবার নাকি একজনের আণ্ডারওয়্যারটা সারদার টাকা কেনা বলে CBI বাজেয়াপ্ত করে নিয়েছিল।
প্রসঙ্গত আর জি কর কান্ডের একমাস পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে উৎসবে ফিরতে অনুরোধ করেছিলেন। এই নিয়ে ব্যাপক রাজনৈতিক চর্চা এবং নানা মহলে কটাক্ষ হয়েছিল।