কাউকে পিঁপড়ে কামড়ালেও এখন পশ্চিমবঙ্গে NIA চলে আসে: শশী পাঁজা

গত মার্চ মাসে রামনবমীতে হওয়া হিংসার ঘটনায় আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করছে বিশিষ্ট মহল।

author-image
SWETA MITRA
New Update
nia tmc.jpg


নিজস্ব সংবাদদাতাঃ রামনবমীতে হিংসাকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে এনআইএ-র তদন্ত প্রসঙ্গে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী শশী পাঁজা (Shashi Panja)। তিনি বলেন, "যদি কাউকে পিঁপড়ে কামড়ায় বা ছোটখাটো চকোলেট বোমাও ফাটে, তাহলেও পশ্চিমবঙ্গের দুয়ারে এসে হাজির হয় এনআইএ (NIA)। কিন্তু গুজরাট বা মধ্যপ্রদেশের মতো অন্যান্য রাজ্যে যেখানে এনআইএ-র যাওয়া উচিত, যেখানে গুরুতর ঘটনা ঘটছে, এনআইএ-কে সেখানে খুঁজে পাওয়া যাবে না।"