'রাজ্যপাল...ইমিউনিটি পায় কী করে?' প্রশ্ন শশীর

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী শশী পাঁজা।

author-image
Aniruddha Chakraborty
New Update
shashitmc

file pic

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। এই অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রাতেই সোচ্চার হয়েছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার সোচ্চার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। মহিলার অভিযোগের বর্ণনা দিতে গিয়ে শশী পাঁজা বলেন, "পিসি রুমে ওই মহিলা তাঁর সহকর্মীদের সঙ্গে ফোনে কাঁদতে কাঁদতে কথা বলছিলেন। এবং এই ধরনের অভিযোগ আরও কয়েকজন মহিলা করছেন। এই একবার নয়, একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।" 

Add 1

তবে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন শশী পাঁজা। তিনি বলেন, "রাজ্যপাল এখন বলছেন, তৃণমূল কংগ্রেসের নাকি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। তাঁর যদি বিবেক থাকে তাহলে নিজে কি জবাব দেবেন সেটা দেখুন।  সংবিধানের দায়িত্ব কর্তব্য নিয়ে কথা বলা আছে। কিন্তু এটা কি তাঁর সাংবিধানিক অধিকার ছিল? রাজ্যপাল এই ইমিউনিটি পায় কী করে, একজন সাধারণ মানুষ হিসাবে আমার জিজ্ঞাসা।"