মহুয়ার বিরুদ্ধে আসরে CBI, রেগে গেলেন তৃণমূল নেত্রী

মহুয়া মৈত্রের বিরুদ্ধে ময়দানে নেমে গিয়েছে সিবিআই। এবার কী হবে? উঠছে প্রশ্ন।

author-image
SWETA MITRA
New Update
mahua shashi.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ আর রক্ষা হল না, 'ক্যাশ ফর কোয়েরি' মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করল। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বড় মন্তব্য করলেন তৃণমূল নেতা শশী পাঁজা (Shashi Panja)। তিনি বলেন, "এটি তৃণমূল সাংসদ, তৃণমূল কংগ্রেস এবং বাংলার সাংসদকে হয়রানি করার একটি চক্রান্ত। আমরা আবারও তার বিরুদ্ধে আনা দুটি অভিযোগের সত্যতা পুনর্ব্যক্ত করছি। নৈতিকতা কমিটির আচরণ খুবই খারাপ ছিল। যারা বাংলায় জিততে পারেনি এবং জিতবে না, তারাই এসব জিনিস করছে। আর এই ঘটনা আরও বাড়বে বলে আমার মনে হয়। সিবিআই এবং তদন্ত সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে না, তাদের অপব্যবহার করা হচ্ছে।“