নিয়োগ দুর্নীতি মামলা: খারিজ হয়ে গেল জামিনের আর্জি!

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় প্রায় ১১ মাস ধরে জেলবন্দি রয়েছেন শান্তিপ্রসাদ সিনহা। তাঁকে আবার আগামী ১৮ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

author-image
Anusmita Bhattacharya
New Update
shantiprasad

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদন আবার খারিজ করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। প্রায় ১১ মাস ধরে জেলবন্দি শান্তিপ্রসাদকে আবার আগামী ১৮ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক।

নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাসহ অন্য অভিযুক্তদেরও ১৮ জুলাই পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে। তবে জীবনকৃষ্ণ মঙ্গলবার জামিনের আবেদন জানাননি। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কৌশিক ঘোষের আইনজীবী মঙ্গলবার আদালতে শুনানি পর্বে অভিযোগ করেন যে তাঁর মক্কেলের মেডিক্যাল পরীক্ষার নির্দেশ দেওয়া হলেও রক্তপরীক্ষা ছাড়া আর কিছুই করা হয়নি। এদিকে বিচারক মঙ্গলবার শান্তিপ্রসাদকে প্রশ্ন করেন শরীর কেমন আছে। শান্তিপ্রসাদ বলেন যে ভালো নেই শরীর। হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। ৪০০ দিনে মাত্র পাঁচটা জেলার ইনভেস্টিগেশন আংশিকভাবে শেষ করেছে সিবিআই। তাঁর অনুমান শেষ হতে ৮-১০ বছর লেগে যাবে।