নিজস্ব সংবাদদাতা: জ্যোতিষ শাস্ত্রমতে শনি ন্যায় ও কর্মফলের দেবতা৷ তাই গ্রহকে কর্মফলদাতা শনিদেব বলা হয়৷ প্রতি আড়াই বছর অন্তর শনি রাশি পরিবর্তন করে৷ ২৯ এপ্রিল রাত ১১.০১-এ শনি মীনে প্রবেশ করছে৷ এতে বেশ কিছু রাশির কপালে দুঃখ আছে৷
মেষ রাশি: জাতক-জাতিকাদের জন্য পরিস্থিতি অনুকূল হবে না৷ অতিরিক্ত পরিশ্রম করলেও সাফল্য পাবেন না৷ কেরিয়ারে নানা ধরনের সমস্যা আসতে চলেছে৷ শত্রুদের থেকে সজাগ থাকুন।
কুম্ভ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য কুম্ভ মীনে প্রবেশের সঙ্গে সঙ্গে চাপ বাড়বে৷ বেশ কিছু রোগ দেখা দিতে পারে। চাকরিজীবীদের জীবনে সমস্যা আসবে৷
কর্কট রাশি: পরিস্থিতি প্রতিকূল হচ্ছে৷ বেশ কষ্টকর পরিস্থিতি আসতে চলেছে৷