নিজস্ব সংবাদদাতা: জ্যোতিষ শাস্ত্রমতে শনিদেব অত্যন্ত ধীর গতির প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে ৷ এখন ৩০ বছর পরে শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বিরাজ করছে৷ শনির অস্ততে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে উন্নতি হতে চলেছে বলে জানা গেল৷
মিথুন: এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনির অস্ত কপাল খুলছে৷ ভাগ্যের পুরো সঙ্গ পাবেন আপনারা৷ একটু লম্বা ডিসটেন্সে যাত্রা করতে পারবন জাতক-জাতিকারা৷ প্রচুর টাকা রোজগার করতে পারবেন ও ভাল করে জীবন উপভোগ করতে পারবেন৷ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এক সুন্দর পরিবেশ দেখা দিতে পারে৷
কর্কট: এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনির অস্ত বিশাল প্রভাব হিসাবে কাজ করবে৷ চাকরি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে৷ বেশ কিছু ক্ষেত্রে আত্মবিশ্বাস ফিরে পাবেন৷ হঠাৎ করে হাতে টাকা পয়সা আসবে। জীবনের অনেক অপূর্ণতা এবার পাবে ভাষা৷ টাকা পয়সা বিনিয়োগের জন্য দারুণ সময় এখন।
সিংহ: এই রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন আরও ভাল হবে৷ বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন এবার৷ কাজের ক্ষেত্রে অত্যন্ত ভাল সময় আসতে চলেছে৷ এবার নতুন নতুন ডিল সই করবেন৷