শ্যামবাজার থেকে সিঁথির মোড় : হিন্দু নির্যাতনের প্রতিবাদ মিছিলে শামিল শুভেন্দু অধিকারী

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল, শুভেন্দু অধিকারীসহ সনাতনী সমাজের নেতারা অংশ নেন।

author-image
Debapriya Sarkar
New Update
Bangladesh

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ভয়াবহ পরিস্থিতি ও ধর্মীয় সহিংসতার প্রতিবাদে আজ এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে কলকাতায়। সনাতনী সমাজের উদ্যোগে এই মিছিল শ্যামবাজার থেকে শুরু হয়ে সিঁথির মোড় পর্যন্ত চলে। মিছিলে অংশগ্রহণ করেন হাজারো মানুষ, যাঁরা বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানাতে একত্রিত হন।

Bangladesh_Hindu_Attack-ezgif.com-resize

এদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও মিছিলে সামিল হন। তিনি বলেন, "বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, তা আমরা আর চুপ করে সহ্য করব না। এই মিছিল বাংলাদেশ সরকারকে জানিয়ে দেবে, আমরা হিন্দুদের অধিকার রক্ষা করতে একত্রিত।" তিনি আরও বলেন, "বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি যে নিপীড়ন চলছে, তার বিরুদ্ধে ভারতীয় সনাতনী সমাজ সবসময় তাদের পাশে থাকবে।"

suvendu sad face

এই মিছিলে অংশগ্রহণকারী মানুষের মধ্যে দেশব্যাপী এক প্রতিবাদী শক্তির অনুভূতি ছড়িয়ে পড়েছে, এবং সনাতনী সমাজের পক্ষ থেকে তারা সরকারের কাছে অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।