দেশের শীর্ষ আদালত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতির মামলা স্থানান্তরের নির্দেশ দিলেও বিজেপি নেতার কথায়, আদালতকে এটাও মনে রাখতে হবে যে দুর্নীতির মামলা গতিপ্রাপ্ত হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ও তার পর্যবেক্ষণে।
নিজস্ব সংবদদাতা : কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি মামলা স্থানান্তরের সুপ্রিম নির্দেশ নিয়ে মুখ খুললেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। ভিডিও বার্তায় তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান। দেশের শীর্ষ আদালত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতির মামলা স্থানান্তরের নির্দেশ দিলেও শমীকের কথায়, আদালতকে এটাও মনে রাখতে হবে যে দুর্নীতির মামলা গতিপ্রাপ্ত হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ও তার পর্যবেক্ষণে। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। একের পর এক ধরা পড়ছে দুর্নীতিগ্রস্তরা। জেলে পাঠনো হচ্ছে তাদের। বিজেপি নেতা আদালতের কাছে এই আবেদনও রাখেন যাতে মানুষ সুবিচার পায়। তিনি বলেন, 'আদালতের জন্ম হয়েছে মানুষের সুবিচারের জন্য।'