SFI-এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, রক্তাক্ত আন্দোলনকারীরা

আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জে একাধিক আন্দোলনকারী আহত।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ বিকাশ ভবন অভিযান ছিল এসএফআই-এর। সেই মত এসএফআইয়ের আন্দোলনকারীরা আজ বিকাশ ভবনের কাছে পৌঁছালে পুলিশ গার্ড রেল দিয়ে তাঁদের আটকে দেয়। আর তাতেই বাধে ধুন্ধুমার কাণ্ড। পুলিশ ও এসএফআইয়ের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে বিকাশ ভবনের সামনে। আন্দোলনকারীরা ধাক্কাধাক্কিতে গার্ড রেল ভেঙে দেয়। তখনই লাঠিচার্জ শুরু করে পুলিশ।

আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জে একাধিক আন্দোলনকারী আহত। এমনকি শুধু লাঠিচার্জ নয়, পুরুষ পুলিশকর্মীদের স্বভাব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন মহিলা আন্দোলনকারীরা। পুলিশের হাতের আঘাতে রক্তাক্ত হয়েছে এক মহিলা আন্দোলনকারীর গলা। অনেকে অভিযোগ করেছেন পুলিশের আঘাতে অনেকে ঠিক করে নিঃশ্বাস নিতেও পারছেন না। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেক চত্বর জুড়ে। 

শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচীতে সামিল SFI ও TSU ত্রিপুরা রাজ্য কমিটি

ইতিমধ্যেই চার-চারটি পুলিশ ভ্যান আন্দোলনকারীদের আটক করে থানায় নিয়ে গিয়েছে। মূলত এদিন, শিক্ষার মান উন্নয়নের দাবিতে এসএফআই বিকাশ ভবন অভিযান করে। 

Protest