নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় রিমল। এর প্রভাবে আশঙ্কা করা হচ্ছে যে আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পাল্টে যাবে। উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগ দেখা দিতে পারে।
এর থেকেও বড় আপডেট হল আগামী ২৭ থেকে ২৮ তারিখ পর্যন্ত প্রবল দুর্যোগ দেখবে মানুষ৷ এর জেরে বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ইয়েলো, অরেঞ্জ এবং রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এর জন্য এই জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে৷ আপনি কোন জেলার বাসিন্দা?