নিজস্ব সংবাদদাতা: ষষ্ঠ দফা নির্বাচনের আগে বিজেপি কর্মীর মৃত্যু প্রশ্ন তুলে দিয়েছে একগুচ্ছ। এবারে লোকসভা নির্বাচনে মৃত্যুর কালো দাগ পড়ে গেল সেই। তাই এবার আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন।
সপ্তম দফায় তাই চোখ কপালে তোলার মত কেন্দ্রীয় বাহিনী রাখছে নির্বাচন কমিশন। যা জানা যাচ্ছে, সপ্তম দফায় ৯টি কেন্দ্রের জন্যে মোট ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। যার মধ্যে ডিউটিতে থাকবে ৯৬৭ কোম্পানি। বাকিরা রিজার্ভে থাকবে।
এর মধ্যে, কলকাতায় ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এছাড়া বারাসতে, ব্যারাকপুরে ৮১টি করে কোম্পানি মোতায়েন করা হবে। অন্যদিকে, বারুইপুর পুলিশ জেলায় মোতায়েন করা হবে ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বসিরহাটে ১১৬ কোম্পানি, বিধাননগর পুলিশ কমিশনারেটে ৫৯ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারে ১১০ কোম্পানি, সুন্দরবনে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মূলত, ষষ্ঠ দফা শেষ হলেই কেন্দ্রীয় বাহিনী সপ্তম দফার জন্যে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে যাবে।